প্রশ্নঃলিনিয়াসের একটি চমৎকার উদ্ভাবন বলতে কী বুঝ?


প্রশ্নঃলিনিয়াসের একটি চমৎকার উদ্ভাবন বলতে কী বুঝ?


উত্তরঃলিনিয়াসের একটি চমৎকার উদ্ভাবন হলো দ্বিপদ নামকরণ। একটি জীবের বৈজ্ঞানিক নাম দুইটি অংশ বা পদ নিয়ে গঠিত হয়।প্রথম অংশটি তার গণের নাম ও দ্বিতীয় অংশটি তার প্রজাতির নাম। যেমন রুই মাছের বৈজ্ঞানিক নাম Labeo rohita।এখানে Labeo গনের নাম ও rohita প্রজাতির নাম, এরূপ 2 পদ নিয়ে গঠিত নামকে দ্বিপদ নাম এবং নামকরণই দ্বিপদ নামকরন।


Post a Comment

0 Comments