প্রশ্নঃনিষ্ক্রিয় গ্যাস সমূহকে অভিজাত গ্যাস বলা হয় কেন?

 প্রশ্নঃনিষ্ক্রিয় গ্যাস সমূহকে অভিজাত গ্যাস বলা হয় কেন? 




উত্তরঃআধুনিক পর্যায় সারণিতে গ্রুপ 18  এর অন্তর্গত  6 টি গ্যাসকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। 6 টি মৌল অন্য কোন মৌল বা মূলক এর সাথে রাসায়নিক বিক্রিয়া করে না,কক্ষ তাপমাত্রা ও চাপে গ্যাসীয় অবস্থায় থাকে এবং স্বাধীনভাবে অবস্থান করে। এই গ্যাস সমূহ ধর্ম অন্যান্য মৌল থেকে পৃথক হওয়ায় এদের অভিজাত বলা হয়। 

Post a Comment

0 Comments