প্রকৃত কোষ বলতে কী বোঝায়?

 প্রশ্নঃ প্রকৃত কোষ বলতে কী বোঝায়?


উত্তরঃ যে সকল কোষের  নিউক্লিয়াস সুগঠিত অর্থৎ নিউক্লিয়ার ঝিল্লি  দ্বারা নিউক্লিও বস্তু পরিবেষ্টিত ও সুসংগঠিত থাকে তাকে প্রকৃত কোষ বলে।প্রকৃত কোষ ২ প্রকার যথা-দেহকোষ ও জনন কোষ। এইসব কোষে রাইবোজোম সহ সকল অনুপস্থিত থাকে। অধিকাংশ জীবকোষ  এ ধরনের হয় । 

Post a Comment

0 Comments