প্রশ্নঃ প্লাস্টিডকে কেন উদ্ভিদের রঞ্জকের থলি বলা হয়?

 প্রশ্নঃ প্লাস্টিডকে কেন উদ্ভিদের রঞ্জকের থলি বলা হয়? 


উওরঃউদ্ভিদকোষে সবুজ বর্ণের অঙ্গাণুটি হলো প্লাস্টিড যা তিন ধরনের হয়ে থাকে। যথা-ক্লোরোপ্লাস্ট,ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট।সবুজ রঙের প্লাস্টিড ক্লোরোপ্লাস্ট।এর উপস্থিতিতে গাছের পাতা সবুজ হয়।ক্রোমোপ্লাস্ট বিভিন্ন রঙ ধারণ করে। এর উপস্থিতির কারনে গাছের পাতা ও ফুল রঙিন হয়। এসব কারনে প্লাস্টিডকে উদ্ভিদের রঞ্জকের থলি বলা হয়।

Post a Comment

0 Comments